জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যাওয়া জননিন্দিত সাবেক আইনপ্রণেতা জর্জ স্যান্টোস মুক্তি পেয়েছেন।
এবিসি নিউজ জানায়, নিউ জার্সির ফেডারেল একটি কারাগার থেকে শুক্রবার রাতে মুক্তি পান সাবেক এ রিপ্রেজেন্টেটিভ।এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার সাজা কমানোর পত্রে সই করেন।
নিউ ইয়র্কের নম্বর প্লেট থাকা একটি গাড়িকে শুক্রবার রাত ১০টার পরপরই নিউ জার্সির কারাগার থেকে বের হতে দেখা যায়।
তারবার্তা জালিয়াতি ও জেনেশুনে পরিচয় চুরির ঘটনায় ৩৭ বছর বয়সী স্যান্টোসকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি তিন মাসের কম সময় কারাগারে ছিলেন।
স্যান্টোসের মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউএস অ্যাটর্নি’স অফিস ফর দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্ক।
এর আগে কারাদণ্ডপ্রাপ্ত স্যান্টোসের সাজা কমিয়ে তার দ্রুত মুক্তির পথ করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প।