
অতিরিক্ত বিদেশি শ্রমের ওপর নির্ভর না করে দেশীয় কর্মীদের ক্ষমতায়ন করা উচিত অ্যামেরিকার। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তার এই অবস্থান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক মন্তব্যের সম্পূর্ণ বিপরীত যা প্রশাসনের মধ্যে নীতিগত বিভেদ তৈরি করেছে বলে মনে করছেন অনেকে।
নিউজ উইকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, প্রশাসনের উচিত বিদেশি কর্মীর পরিবর্তে দেশের কর্মীদের সহায়তা করার জন্য প্রযুক্তি ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া।
তিনি আরও বলেছেন, ডেমোক্র্যাটদের কম বেতনের আরও কর্মচারী আমদানি’ করার নীতি দেশের সমৃদ্ধিতে ব্যঘাত ঘটিয়েছে কারণ সেসময় অনেক অ্যামেরিকান কর্মী অর্থনৈতিকভাবে সংগ্রাম করছিলেন।
নিউজউইক জানিয়েছে, ভ্যান্স বলেছেন, বিদেশি নিয়োগের পরিবর্তে যদি প্রযুক্তি গার্হস্থ্য শ্রমকে শক্তিশালী করে, তবে দেশীয় কর্মীরা বেশি মজুরি পাবেন।
তিনি আরও বলেছেন, এই দৃষ্টিভঙ্গি ‘ট্রাম্প মডেল’ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে বেশ পার্থক্যও রয়েছে।
জেডি ভ্যান্স প্রযুক্তি কোম্পানিগুলোর তীব্র সমালোচনা করে বলেন, এইচ-১বি ভিসা ব্যবহার করে অনেক প্রযুক্তি কোম্পানি শ্রম খরচ কমাচ্ছে এবং আমেরিকান কর্মীদের ছাঁটাই করেছে।
ভ্যান্স গত অক্টোবরে বলেছিলেন, এইচ-১বি ভিসা প্রোগ্রামটি মূলত সুপার জিনিয়াসদের বড় কোম্পানিতে কাজ করার জন্য তৈরি হলেও এখন সংস্থাগুলো একজন অ্যামেরিকান নাগরিককে ৫০ শতাংশ কম বেতনে নিয়োগ দিচ্ছে।
এছাড়া তিনি জুলাই মাসে, ৯,০০০ অ্যামেরিকান কর্মীকে বরখাস্ত করার পরিকল্পনা এবং পরে ‘দেশীয় প্রতিভার অভাব’ দাবি করার বিরোধিতা করে একে একটি ধোঁকাবাজি গল্প হিসেবে অভিহিত করেন।
এর আগে ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামের সাথে পৃথক এক সাক্ষাৎকারে ট্রাম্প এইচ-১বি ভিসার প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি দেন। ইনগ্রাহাম গৃহকর্মীদের যথেষ্ট দক্ষ বলে যুক্তি দেওয়ার পর , ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘অ্যামেরিকাকে মেধাবী আনতে হবে।’