
কংগ্রেস থেকে আগামী জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জর্জিয়ার কংগ্রেসওমেন মার্জোরি টেলর গ্রিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক প্রকাশ্য বিরোধের মাত্র কয়েকদিন পরই অপ্রত্যাশিত এই সিদ্ধান্ত নিলেন তিনি।
বিবিসির খবরে বলা হয়, ট্রাম্পের অন্যতম ‘মাগা সুপারস্টার’ হিসেবে পরিচিত গ্রিন সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় জানান যে তিনি ৫ জানুয়ারি কংগ্রেস ছাড়বেন। এক পোস্টে তিনি বলেন, ‘আমি সামনে একটি নতুন পথের দিকে তাকিয়ে আছি।
ট্রাম্পের প্রতি অটল সমর্থনের জন্য গ্রিন মূলধারার রাজনীতিতেও ব্যাপক পরিচিতি পান। কিন্তু সাম্প্রতিক সময়েই তাদের সম্পর্কের অবনতি ঘটে। গ্রিন ও ট্রাম্পের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দেয় মূলত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত ফাইল প্রকাশের ইস্যুতে।
তার পদত্যাগের ঘোষণা দিয়ে প্রকাশিত ভিডিও বিবৃতিতে গ্রিন তার নানা অর্জনের কথা উল্লেখ করেন এবং ট্রাম্পের সমালোচনা করেন।
ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি গ্রিনকে আগামী বছরের নির্বাচনে চ্যালেঞ্জ করার জন্য একজন রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দেবেন।