
নিউ ইয়র্কের লং আইল্যান্ডে প্রায় এক বছর ধরে টয়লেটের ভিডিও ধারণ করেছেন একটি স্লিপ সেন্টারের এক কর্মী।
বিস্ময় জাগানিয়া এ ঘটনায় অভিযুক্ত কর্মীকে সম্প্রতি ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য বরখাস্তের নির্দেশ দেন বিচারক।
আইউইটনেস নিউজ জানায়, অভিযুক্ত ওই কর্মীর নাম সঞ্জয় শ্যামপ্রসাদ, যিনি নর্থওয়েল হেলথ স্লিপ ডিজঅর্ডার সেন্টারে কাজ করতেন।
দায়িত্বে থাকাকালীন শ্যামপ্রসাদ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত সেন্টারের রোগী ও কর্মচারীদের টয়লেটের গোপন ভিডিও সংগ্রহ করেন। ভিডিও ধারণ করতে আগেই টয়লেটগুলোতে বসিয়ে রাখতেন গোপন ক্যামেরা।
যৌন অপরাধের এ ঘটনা ধরা পড়লে আটক করা হয় সঞ্জয়কে। পরে শাস্তি হিসেবে তাকে প্রথমে চাকুরিচ্যুত করা হয়, কিন্তু গত সপ্তাহে তার বিরুদ্ধে সাক্ষ্য দেন আরও দুই ভুক্তভোগী।
ওই শুনানি শেষে বিচারক সঞ্জয়কে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশও দেন।
নাসাউ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডোনেলি বলেন, সঞ্জয় কুৎসিত মনের মানুষ। রোগীর গোপনীয়তা লঙ্ঘন ও তার আচরণের জন্য তার আরও বেশি সময় কারাদণ্ড প্রাপ্য।