
ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)১ লাখ ৪০ হাজারের বেশি বোতল কোলেস্টেরল ওষুধ বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রত্যাহারের কারণ হিসেবে ওষুধের ডিসল্যুশন স্পেসিফিকেশন বা ট্যাবলেটের অকার্যকারিতার কথা উল্লেখ করা হয়েছে।
ফক্স নিউজ জানায়, এফডিএর এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যাটরভাস্টাটিন ক্যালসিয়াম ট্যাবলেটস (১০ মিগ্রা, প্রেসক্রিপশন ওষুধ)-এর কয়েকটি বোতল প্রত্যাহার করা হচ্ছে।
অ্যাটরভাস্টাটিন ক্যালসিয়াম ট্যাবলেটস হলো লিপিটরের জেনেরিক ফর্ম এবং এটি স্ট্যাটিন গ্রুপের একটি ওষুধ। এটি যকৃতের একটি এনজাইম ব্লক করে, যা শরীর কোলেস্টেরল তৈরি করতে ব্যবহৃত হয়। মূলত এই ওষুধ কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে ব্যবহৃত হয়।
যদি কোনো ওষুধের ক্ষেত্রে বলা হয় ফেইলড ডিসল্যুশন স্পেসিফিকেশনস। তাহলে এর অর্থ পরীক্ষাগারে ওষুধটি প্রত্যাশিতভাবে গলছে না বা ওষুধটি নির্ধারিত মান পূরণ করতে ব্যর্থ হয়েছে। যদি একটি ট্যাবলেট ঠিকভাবে না গলে তাহলে ওষুধটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে ঠিকভাবে কার্যকর নাও হতে পারে।
এফডিএ বলেছে, এটি ক্লাসটু রিকল। অর্থাৎ ওষুধটি ব্যবহার করলে হালকা বা সাময়িক স্বাস্থ্যঝুঁকি হতে পারে, যা চিকিৎসা করা সম্ভব। গুরুতর সমস্যা হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে খুব কম।
ওষুধটি আলকেম ল্যাবরেটরিজের তৈরি এবং অ্যাসেন্ড ল্যাবরেটরিজ এলএলসির মাধ্যমে বিতরণ করা হয়েছে।
৮টি লট নম্বর প্রত্যাহার করা হয়েছে যার মেয়াদ জুলাই ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। বোতলের আকারগুলোর মধ্যে রয়েছে ৯০ ট্যাবলেট, ৫০০ ট্যাবলেট এবং ১,০০০ ট্যাবলেট।
যদি প্রত্যাহার করা ওষুধ গ্রাহকের কাছে থেকে থাকে তবে সেটি চিকিৎসক বা ফার্মেসির সঙ্গে যোগাযোগ করে বদলে নেয়ার বা অর্থ ফেরত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।