নর্থ ক্যারোলাইনায় হাউস পার্টিতে রক্তক্ষয়ী বন্দুক হামলা

ডেস্ক রিপোর্ট
  ২৭ অক্টোবর ২০২৫, ০০:০৫


নর্থ ক্যারোলাইনা স্টেইটে এক বাড়িতে হাউস পার্টি চলাকালে বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছেন। হামলায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১৩ জন।
রবিসন কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, মাক্সটনে শনিবার স্থানীয় সময় রাত সোয়া একটার দিকে এ হামলা ঘটে।
এবিসি নিউজ জানায়, হামলায় নিহতরা হলেন জেসি লকলিয়ার জুনিয়র(৪৯) ও নেহেমিয়াহ লকলিয়ার(১৬)। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
শেরিফ অফিসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, হাউস পার্টিতে উচ্চশব্দে গান বাজানোর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছিলেন কর্মকর্তারা। যাত্রাপথেই ফোনকলে সেখানে বন্দুক হামলার খবর পান কর্মকর্তারা।
ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ শনাক্ত করে পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের বেশিরভাগের বয়স ১৭ থেকে ৪৩ বছর মধ্যে।
শেরিফ অফিস কর্তৃপক্ষ অনুযায়ী, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। কোনো সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছেন কর্মকর্তারা।