
মেরিকার নাগরিকত্ব পাওয়ার উপায়গুলোর মধ্যে অন্যতমহল ন্যাচারালাইজেশন। আপনি যদি আমেরিকার বাইরে জন্মগ্রহণ করে থাকেন তবে আমেরিকান নাগরিক হওয়ার জন্য যে প্রক্রিয়া সেটিই হচ্ছে ন্যাচারালাইজেশন। যদি আপনি যোগ্যাতা শর্ত পুর্ণ করেন তাহলে আপনি ফর্ম এন-৪০০ ব্যবহার করে ন্যাচারালাইজেশনের জন্য আবেদন করতে পারেন।
ফিনান্সিয়াল এক্সপ্রেস জানায়, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস আমেরিকা নাগরিকত্বের জন্য আবেদনকারী বিদেশি নাগরিকদের জন্য ২০২৫ সালের ন্যাচারালাইজেশন সিভিক্স টেস্ট শুরুর ঘোষণা দিয়ে একটি ফেডারেল রেজিস্টার নোটিশ পোস্ট করেছে।
ন্যাচারালাইজেশন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। আর সেটি হচ্ছে ২০২৫ সালের ন্যাচারালাইজেশন সিভিক্স টেস্ট প্রবর্তন। গ্রিন কার্ডধারী সহ সকল ব্যক্তি, যারা ন্যাচারালাইজেশনের মাধ্যমে আমেরিকার নাগরিকত্ব পেতে চান, তাদের ইউএসসিআইএস -এর পরিবর্তিত ২০২৫ সালের নাগরিকত্ব পরীক্ষা সম্পন্ন করতে হবে।
আগামী ২০ অক্টোবর বা তার পরে ফর্ম এন-৪০০, ন্যাচারালাইজেশনের আবেদনপত্র জমা দেওয়া বিদেশিদের জন্য ইউএসসিআইএস ২০২৫ সালের ন্যাচারালাইজেশন সিভিক্স টেস্ট পরিচালনা করবে। তবে ২০ অক্টোবর, ২০২৫ এর আগে ফর্ম এন-৪০০ জমা দেওয়া বিদেশিদের জন্য, ২০০৮ সালের ন্যাচারালাইজেশন সিভিক্স টেস্ট প্রযোজ্য হবে।
২০২৫ সালের নাগরিকত্ব পরীক্ষায় ইংরেজি দক্ষতা এবং অ্যামেরিকান সরকার, বিজ্ঞানের জ্ঞান সহ সকল যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণকারী বিদেশিরাই নাগরিকত্ব পাবেন তা নিশ্চিত করা, যার ফলে অ্যামেরিকায় তাদের সম্ভাব্য অবদান নিশ্চিত করা সম্ভব হবে।
গ্রিন কার্ডধারীরা, যারা বৈধ স্থায়ী বাসিন্দা (এলপিআর) নামেও পরিচিত, তারা ন্যাচারালাইজেশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে অ্যামেরিকার নাগরিকত্ব পেতে পারেন। এই প্রক্রিয়াটি অ্যামেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমোদিত, বিদেশি অভিবাসীদের জন্য উপলব্ধ। যারা কংগ্রেস এবং ইমিগ্রেশন এবং ন্যাশনালিটি অ্যাক্টের (আইএনএ) নির্ধারিত প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম।
গ্রিন কার্ডধারী এবং অন্যান্য বিদেশি নাগরিক যারা ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমেরিকার নাগরিকত্ব পেতে আবেদন করেন, তাদের ২০ অক্টোবর, ২০২৫ বা তার পরে ফর্ম এন-৪০০ জমা দিলে ২০২৫ সালের ন্যাচারালাইজেশন সিভিক্স পরীক্ষা দিতে হবে। আমেরিকা
সিভিক্স টেস্টে কিছু উত্তর ফেডারেল বা স্টেট নির্বাচন, নির্দিষ্ট বিচারিক নিয়োগ, অথবা আইনগত পরিবর্তন বা আপডেটের কারণে পরিবর্তিত হতে পারে।