আইস এজেন্টদের ভয়াবহ নির্যাতনের শিকার ৭৯ বছর বয়সী অ্যামেরিকান

ডেস্ক রিপোর্ট
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৪

আইস এজেন্টদের নির্যাতনের শিকার হন লস এঞ্জেলেসের ভ্যান নুইসে কার ওয়াশের ব্যবসার মালিক ৭৯ বছর বয়সী রাফি ওল্লাহ শোহেদ।
এবিসি নিউজ জানায়, মাস্কধারী আইস এবং বর্ডার প্যাট্রোল এজেন্টদের হামলার শিকার হয়ে ফেডারেল প্রশাসনের কাছে ৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন রাফি।
মামলার বিবরণ অনুযায়ী, ৯ সেপ্টেম্বর এজেন্টরা তার ব্যবসায়িক স্থানে অভিযান চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন এজেন্ট বৃদ্ধ ব্যবসায়ী কাছে আসার পর আরেকজন এজেন্ট তার সঙ্গে হাতাহাতি শুরু করেন এবং পরে তাকে মাটিতে ফেলে দেনএ।
এই হামলায় রাফির একাধিক পাঁজর ভেঙে যায়, তিনি কনুই ও মাথায় গুরুতর আঘাত পান।
আইনজীবীদের দায়ের করা ফেডারেল টর্টের দাবিতে অভিযোগ করা হয়েছে, রাফি আইস এজেন্টদের তার কর্মচারীদের কাজ করার অনুমতিপত্র দেখাতে চাইলে এজেন্টরা তাকে গালি দেন এবং জোরপূর্বক তাকে মাটিতে ফেলে দেন।
এরপর তিনজন এজেন্ট তাকে জোর করে ধরে রাখেন এবং একজন তার ঘাড়ে হাঁটু দিয়ে আঘাত করেন।
লস এঞ্জেলেসের ব্যবসায়ী রাফি ওল্লাহ শোহেদ বৃহস্পতিবার তার আইনজীবীদের সঙ্গে প্রেস কনফারেন্সে তার অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, ‘তিনজন শক্ত-সামর্থ্য মানুষ আমার পিঠের ওপর বসেন। আমি তাদের কাছে অনুনয় করছিলাম। তাদের জানিয়েছিলাম আমার হার্টের সমস্যা আছে।’
মামলা অনুযায়ী, রাফি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পৌঁছানোর পর তার অ্যামেরিকার নাগরিক হিসেবে শনাক্ত করা হয়। তবে এরমধ্যে প্রায় ১২ ঘণ্টা তাকে চিকিৎসা ছাড়া আটক রাখা হয়।
ফেডারেল টোর্ট ক্লেইমে দাবি করা হয়েছে যে, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং এর সহযোগী এজেন্সিগুলো রাফিকে নির্যাতন, মারধর, নাগরিক অধিকার লঙ্ঘন করেছে। এছাড়া সংস্থার বিরুদ্ধে গুরুতর স্বাস্থ্য অবহেলার অভিযোগ ও করা হয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে যে, এই এজেন্সিগুলো অতিরিক্ত বল প্রয়োগকে অনুমোদন ও সহনশীলতা প্রদর্শন করার নীতি অনুসরণ করছে।
রাফি ওল্লাহ শোহেদের আইনজীবী ভি. জেমস ডেসিমোন বলেন,’এটি ৭৯ বছর বয়সী একজন অ্যামেরিকান নাগরিকের ওপর তার নিজের প্রতিষ্ঠানে করা একটি নৃশংস ও অবৈধ হামলা।’
ডেসিমোন জানিয়েছেন, ফেডারেল কর্মকর্তারা এখনও মামলার বিষয়ে কোনো উত্তর দেননি। এবিসি নিউজ এ বিষয়ে ডিএইচএসের সঙ্গে যোগাযোগ করলেও এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র :টিবিএন২৪