
মৃত্যুকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন নিউ জার্সির ইউনিয়ন কাউন্টিতে ছোট দুই সন্তানের সামনে গুলিবিদ্ধ এক নারী।
নেলকিস ক্যাবরেজা জানান, খুব কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে পড়ার কথা কখনও আশা করেননি তিনি।
আইউইটনেস নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ক্যাবরেজা বলেন, জীবিত থাকার জন্য তিনি কৃতজ্ঞ, তবে নির্দোষ হয়েও লিন্ডেন এলাকার ওয়েন্ডি’স-এর রেস্তোঁরার বাইরে বন্দুক হামলার শিকার হওয়াটা তার জন্য চরম বেদনাদায়ক।
তিনি জানান, রেস্তোরাঁর পার্কিং লটে বসে ছিলেন তিনি। ওই সময় একটি গুলি এসে তার দেহে বিদ্ধ হয়।
‘প্রত্যেকে বলছেন যে, আমাকে এখানে দেখে তারা আনন্দিত। আমার ব্যাপক অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। আমি রক্তের অর্ধেকের বেশি হারিয়েছি’, বলেন ক্যাবরেজা।
তিনি জানান, গুলির সময় তার দুই সন্তান গাড়িতে ছিল। গুলিবিদ্ধ হয়ে ৯১১ নম্বরে সাহায্য চাওয়ার আগে ছয় বছর ও আট বছর বয়সী দুই সন্তানের অবস্থা দেখে নেন তিনি।
প্রতিবেশী একজন ও সন্তানদের নিয়ে ওয়েন্ডি’স রেস্তোরাঁয় গিয়েছিলেন ৩৬ বছরের নারী। তার প্রতিবেশীর সঙ্গে তর্কাতর্কি হয় বন্দুকধারীর। সে সময় গুলি ছোড়া হয় বন্দুক থেকে।
ক্যাবরেজা জানান, বন্দুকধারীর সঙ্গে তার প্রতিবেশীর তর্কাতর্কি হয়। বন্দুকধারী তাকে (নারী) প্রতিবেশীর সঙ্গে কথা বলতে দেখেছেন। এ কারণেই হয়তো তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছেন তিনি।
একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ক্যাবরেজা। নিতম্বে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি আর কাজ করতে পারছেন না। গুলি তার কোমরের নিচের অংশের উল্লেখযোগ্য ক্ষতি করেছে।
‘আমি হাঁটতে পারি না বললেই চলে। আমার এক পা অবশ হয়ে আছে। আমার অন্য পায়ে সারাক্ষণ ব্যথা’, বলেন ক্যাবরেজা।
এলিজাবেথ পুনর্বাসন কেন্দ্রে হাসপাতালের বিছানায় বসে আইউইটনেস নিউজের সঙ্গে কথা বলেন ক্যাবরেজা।
তিনি জানান, কিছু সময়ের জন্য বাড়ি ফিরলেও ক্রমাগত ব্যথা ও সংক্রমণের শঙ্কায় ফের হাসপাতালে ফেরেন।
তথ্য সূত্র:টিবিএন২৪