
কুইন্সের জ্যামাইকায় এক স্কুলছাত্রকে কিশোর দলের ছুরিকাঘাতের অভিযোগে জড়িত সন্দেহভাজন ১৩ সদস্যকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, বুধবার ওয়ান হানড্রেড সিক্সটি স্টিট ও হিলস্লাইড অ্যাভিনিউয়ের মধ্যবর্তী সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১৫ বছর বয়সী ভুক্তভোগী ওই কিশোর হিলক্রেস্ট হাইস্কুলের ছাত্র।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, স্কুল ছুটির পর দুপুর সোয়া ২টার দিকে ওই স্কুলছাত্রকে ঘিরে ধরে ১৩ জনের একটি কিশোর দল।
সংঘবদ্ধ কিশোরেরা একের পর এক লাথি, ঘুষি দিতে শুরু করে ছাত্রটিকে। এক পর্যায়ে তার পায়ে থাকা মূল্যবান স্নিকার্স ছিনিয়ে নেওয়ার পর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্রকে উদ্ধার করে জ্যামাইকা হসপিটাল মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, কিশোর দলের প্রায় সব সদস্যদের শরীর কালো পোশাক ও মুখোশে ঢাকা ছিল।
অভিযুক্তদের খুঁজে পেতে সহায়ক তথ্য জানাতে আহ্বান জানিয়েছে এনওইয়াপিডি।
তথ্য জানানো যাবে এনওইয়াইপিডি’স ক্রাইম সাপোর্টার্স হটলাইন ১-৮০০-৫৭৭-টিআইপিএস (৮৪৭৭) অথবা স্প্যানিশ ১-৮৮৮-৫৭-পিআইএসটিএ (৭৪৭৮২) নম্বরে।