
নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বৃহস্পতিবার পাতার স্তূপের মধ্যে একটি কালো ব্যাগে ভ্রূণের অংশবিশেষ পাওয়ার ঘটনায় চলছে তদন্ত।
পুলিশের ধারণা, ভ্রুণটি ছেলে শিশুর। গর্ভাবস্থায় এটি প্রায় পাঁচ থেকে সাত মাস ছিল।
আইউইটনেস নিউজ জানায়, ১০২তম সড়কে অবস্থিত বে ভিউ হাউজেসের দুটি ভবনের মাঝে বেলা ১১টার দিকে ভ্রূণটি পাওয়া যায়।
পুলিশ সূত্রগুলো জানায়, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি-এনওয়াইসিএইচএর আওতাধীন এলাকায় আবর্জনার ব্যাগে করে একটি ভ্রূণ ফেলা হয়েছে বলে ৯১১ নম্বরে কল করে জানান এক ব্যক্তি।
হাউজিং কমপ্লেক্সের বাসিন্দারা জানান, এ ঘটনায় তারা বিস্মিত ও বেদনাহত।
ভ্রূণটি উদ্ধারের বিষয়ে এর চেয়ে বেশি তথ্য পাওয়া যায়নি।