ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় পোলিও টিকাদান শুরু

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৩

প্রায় ১১ মাস ধরে ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় রোববার (১ সেপ্টেম্বর) থেকে পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পোলিওর প্রাদুর্ভাব ঠেকাতে এই কর্মসূচি বাস্তবায়ন করছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জাতিসংঘের সংস্থাগুলো।
প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যে আগামী বুধবার পর্যন্ত মধ্য গাজার শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর উপত্যকার আরও বিধ্বস্ত উত্তর ও দক্ষিণাঞ্চলে দেওয়া হবে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ'র যোগাযোগ পরিচালক জুলিয়েট তৌমা বলেন, এটি একটি বিশাল অভিযান। বিশ্বের সবচেয়ে জটিল কাজগুলোর একটি।
যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইসরায়েল ও হামাস বলেছে, তারাও এই কর্মসূচি সফল করতে সহযোগিতা করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, কর্মসূচির সুবিধার্থে সামরিক অভিযান সীমিত আকারে বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। রোববার ভোরে গাজার কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলার প্রাথমিকভাবে খবর পাওয়া গেলেও কেউ নিহত বা আহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।