সেলিনা পারভীনের কবিতা "প্রয়োজনের তালিকায়"

নতুনধারা
  ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৫

"প্রয়োজনের তালিকায়"
  সেলিনা পারভীন 


প্রয়োজনের তালিকায় শুধু প্রয়োজন
প্রয়োজনের তালিকায় যদি থাকে, একটু অন্যরকম 
ক্ষতি তো নেই খুব বেশি 
বরং ভালোবাসাটা যোগ করি 
প্রয়োজন শেষ হবে না কোনোদিন 
মৃত্যু অনিবার্য একদিন 
তাই একটু স্নেহ মমতায় 
ঘিরে যদি থাকে, তাতে ক্ষতি কি 
প্রয়োজনের তালিকায় যোগকরি  ভালোবাসার অল্প কিছু বন্ধন।
প্রয়োজনে প্রিয়জন নয় 
বরং প্রিয়জনের কাছে প্রয়োজন
যা কিছু বলো, হয় যেন জীবনের ভালো থাকার সন্ধিক্ষন।
প্রয়োজন আর প্রয়োজন 
নষ্ট করে দেয় ভালোবাসার বন্ধন 
স্বার্থপরতা নয়, অটুট থাকুক মায়ার  বন্ধন।