কবিতা "স্মৃতিচারণ"

সাহিত্য ডেস্ক
  ০৬ আগস্ট ২০২৫, ২২:০৪
আপডেট  : ০৬ আগস্ট ২০২৫, ২২:০৫

 "স্মৃতিচারণ"
সেলিনা পারভীন

বেলা অবেলায় যখন কথা হতো ঘন্টার পর ঘন্টা 
কি দারুন ছিল সেই সময়ের মধুরতম মুহূর্ত গুলো।
দারুন ভাবে মিস করি সেই হারিয়ে যাওয়া স্মৃতি গুলো!
বয়স বাড়ার সাথে সাথে স্মৃতি গুলো কেমন যেন চুপসে যাচ্ছে 
হঠাৎ নিজের কাছে সব যেন অপরিচিত লাগছে!
সময়ের সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন,মাস বুঝিয়ে দিচ্ছে রঙিন দিন গুলো বেরঙিন হয়ে উঠছে।
আগের মতো কিছুই নেই,
মায়াতে যেন অবহেলার মাটি চাপা পড়েছে!
ভালোবাসার গিট হয়তো আলগা হয়ে গেছে!
মনের দরজায় দুরুত্ব এসে উঁকি মারছে।
নিজেকে অনেক কিছু থেকে গুটিয়ে নিয়ে চুপ থাকার অভ্যেস করতে হচ্ছে।
মনের ভিতরটা মুচড়ে উঠে মাঝে মাঝে !
সুন্দর মুহুর্ত গুলো যেন শুধুই স্মৃতি চারণ এখন!
কি এমন চাই! একটু তো ভালোবাসার বন্ধনটাই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি!
স্মৃতি গুলো হোক না যেমনি 
তবুও যেন বলতে পারি সেই ফেলে আসা দিন গুলি সত্যিই অমলিন।
এই বাঁধন কি শুধুই সময়ের?
নাকি মায়ার বাঁধনে বেঁধেছিলাম 
আমাদের ভালোবাসা এক সাথে!!