এই ছবির মাঝেই নিহিত বিপ্লবের স্পন্দন

মুশফিকুল ফজল আনসারী
ডেস্ক রিপোর্ট
  ২১ নভেম্বর ২০২৪, ২২:৩৫

সিনিয়র সচিব পদমর্যাদার কূটনীতিক ও বাংলাদেশি বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী সেনাকুঞ্জের অনুষ্ঠানের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্র আন্দোলনের নেতাদের ছবি স্যোসাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন।
তিনি বলেছেন, 'কেবল দিনের সেরা ছবিই নয়; এর মাঝেই নিহিত বিপ্লবের স্পন্দন, দ্রোহের ডাক, ত্যাগ-তিতিক্ষার গল্প, আর অবর্ণনীয় দুঃখ পেরিয়ে বাংলাদেশের উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি।'
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় একযুগ পর অংশগ্রহণ করেন।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।