ভোরের আলোয় দেখা মেলে স্ত্রী ও পুরুষ কালো মথুরার
গাছের ডালে বসে আছে সবুজ ডানার বাঁশঘুঘু
গাছের ডালে উড়ে এসে বসেছে একটি ধলাকোমর শ্যামা
হলুদ–সাদার মিশেলে অপূর্ব সুন্দর উদয়ী ধলাচোখ
সবুজ পাতার ফাঁকে ধূসর পাখি দাগি ছাতারে
গাছের ডালে বসে আছে একটি নীলকণ্ঠ পাখি
কালোর মাঝে লালের মিশেলে সিঁদুরে ফুলঝুরি পাখি
ব্যতিক্রমী ঠোঁটের কারণে নজর কাড়ে উদয়ী পাকড়া ধনেশ পাখি
খাবার খুঁজছে একটি লালগলা ফিদ্দা পাখি
সবুজ রঙের সুন্দর একটি পাখি পাতি সবুজ তাউরা