
প্রশ্ন : আমি মা-বাবার একমাত্র মেয়ে। আমার কোনো ভাই-বোন নেই। বিয়ের পর আমার মা-বাবার প্রতি কী কী দায়িত্ব থাকবে? এ ছাড়া আমার স্বামীর কী কী দায়িত্ব রয়েছে আমার মা-বাবার প্রতি? আমার কোনো ফুফাতো বা চাচাতো ভাইও নেই। দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিলে কৃতজ্ঞ থাকব।
—জারিন তাসনীম, উত্তরা, ঢাকা
উত্তর : বিয়ের পর একজন নারী তার স্বামীর পরিবারে যুক্ত হলেও সন্তান হিসেবে নিজের মা-বাবার প্রতি তার শ্রদ্ধা-ভালোবাসা এবং দায়িত্ব ও কর্তব্য শেষ হয় না, তাই মাঝে মাঝে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করা, অসুস্থ হলে সেবা-যত্ন করা, অসহায় হলে নিজের সামর্থ্য থাকলে তাঁদের সহযোগিতা করা বা স্বামীর অর্থ থেকে তাঁর অনুমতি নিয়ে সহযোগিতা করা, সর্বোপরি তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা আবশ্যক।
আর আপনার স্বামীর জন্যও শ্বশুর-শাশুড়ি হিসেবে তাঁদের সম্মান বজায় রাখা, খোঁজখবর নেওয়া এবং সাধ্যমতো তাঁদের সহযোগিতা করা নৈতিক দায়িত্ব। (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ২৩, তাফসিরে কুরতুবি : ১৩/২১, তিরমিজি : ২/১১, মেরকাত : ৯/১৩১, রাদ্দুল মুহতার : ৩/৬২৪, ফাতাওয়ায়ে দারুল উলুম : ১৬/৫১১)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।