আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দলের প্রথম বহর। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় আরব আমিরাতে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে ওয়ানডে দলের বড় অংশ।
এটুকু শুনে নিশ্চয়ই সবাই ভাবছেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ইনফর্ম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজরা বুঝি শারজার পথে বিমানে চড়েছেন।
আসলে তা নয়। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শনিবার বিকেলে ক্রিকেটার ও কোচিং স্টাফ মিলে ১৪ জন বিমানে উড়েছেন। বাকি বহর যাবেন আগামীকাল রোববার।
আজ শনিবার বিকেলে প্রথম বহরে গেলেন কারা?
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়া শেষ টেস্টে যারা দলে ছিলেন না, তাদের সবাই আজ শনিবার দেশ ছেড়েছেন।
যারা টেস্ট খেলেছেন- অধিনায়ক শান্ত, জাকির হাসান, মুশফিক ও মিরাজরা যাবেন আগামীকাল রোববার আরেক ফ্লাইটে।
পুরো ৫দিন খেলা হলে আজ ২ নভেম্বর শেষ হতো চট্টগ্রাম টেস্ট। খুব স্বাভাবিকভাবে টেস্ট শেষ করে সেদিন সন্ধ্যার ফ্লাইটে চট্টগ্রাম থেকে রাজধানীতে ফিরেই দুবাই যেতে পারতেন না ক্রিকেটাররা।
তাই দলে থাকা অধিনায়ক শান্ত, মুশফিক, মিরাজ ও জাকিরদের জন্য আগামী ৩ নভেম্বর বিকেলের ফ্লাইট ঠিক করা ছিল। তারা সেই ফ্লাইটেই যাবেন।
আর ওয়ানডে স্পেশালিস্ট সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম চলে গেছেন আজই।
উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর শারজায় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ৯ ও ১২ নভেম্বর বাকি দুটি ওয়ানডে হবে একই ভেন্যুতে।