দক্ষিণ আফ্রিকার ৩০১ রান টপকে নাটকীয় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  ১২ মে ২০২৫, ২২:৩১
আপডেট  : ১২ মে ২০২৫, ২২:৩৭

১৮ বলে দরকার ৩৮ রান। হাতে মাত্র ৩ উইকেট। ক্রিজে স্বীকৃত ব্যাটার কেউ নেই। বাংলাদেশ ইমার্জিং দল এই ম্যাচটা হারতে যাচ্ছে, ধরে নিয়েছিলেন সবাই। সেখান থেকে নাটকীয় মোড়। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ সামলে অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়েছে আকবর আলির দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।
৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়া সেপার মুগকাগাকেনের ৪৯তম ওভারে রাকিবুল ইসলাম টানা দুটি এবং তোফায়েল হাঁকান একটি ছক্কা। তাতেই ম্যাচ বের হয়ে আসে। শেষ ওভারে ৬ বলে ৭ নিতে আর কষ্ট হয়নি বাংলাদেশের।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল।
বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন ওপেনার রবিন। ৮৯ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। রবিন ফেরার পর দলের হাল ধরেন আকবর আলি। ঝোড়ো ব্যাটিংয়ে দলকে পথে দেখান অধিনায়ক। যদিও ম্যাচ শেষ করে আসতে পারেননি। ২৪ বলে করেছেন ৪১ রান।
এছাড়া রান তাড়ায় অবদান ছিল আরেক ওপেনার জিসান আলম (২৭ বলে ৩১), আরিফুল ইসলামেরও। তবে আরিফুল ছিলেন অনেকটাই ধীরগতির। ৬৮ বলে ৩৬ রান করেন তিনি।
শেষদিকে তোফায়েল ২০ বলে ২৪ আর রাকিবুল ১০ বলেই ৩ ছক্কায় ২৪ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে নাটকীয় এক জয় এনে দেন।
এর আগে দক্ষিণ আফ্রিকা তিনশোর্ধ্ব সংগ্রহ পায় কনর এস্টেরহুইজেন আর এন্ডিলে সিমেলেনের ব্যাটে। এস্টেরহুইজেন ৬৯ বলে ৭১ আর আট নম্বরে নেমে সিমেলেনে ৩৯ বলে খেলেন ৬১ রানের ঝোড়ো ইনিংস।
বাংলাদেশের রিপন মন্ডল ৮৪ রানে ৩টি আর আহরার আমিন ৫১ রানে শিকার করেন ২টি উইকেট।