‘আমার আসনে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আবার প্রার্থী হলেও জিতবো’

স্পোর্টস ডেস্ক
  ১৬ এপ্রিল ২০২৫, ২৩:৩০

বিশ্লেষকদের কেউ কেউ মনে করতে পারেন, ক্রিকেটারদের আসলে রাজনীতিতে আসা উচিত না। নিজেদের ফিল্ডেই কাজ করা উচিত।
অনেকে ওপরের কথাটির সঙ্গে বাংলাদেশ সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রাসঙ্গিকতা খুঁজে পাবেন। কিন্তু খোদ সাকিব আল হাসানই মনে করেন, তার রাজনীতিতে আসা ভুল ছিল না। তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
সম্প্রতি বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। সেখানে রাজনীতিতে আসার সিদ্ধান্তকে ডিফেন্ড করেছেন গেল জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পতিত আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হওয়া এ তারকা ক্রিকেটার।
সাকিব বলেন, ‘দেখুন, যদি রাজনীতিতে আসা আমার ভুল হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে যারা রাজনীতিতে আসবে, তাদের সবার জন্যই সেটা ভুল হবে। সেটা ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ব্যবসায়ী হোক—রাজনীতিতে যোগ দেওয়া তাদের জন্যও ভুল হবে। কিন্তু রাজনীতিতে আসা প্রতিটি নাগরিকের অধিকার এবং যেকেউ তা করতে পারে। মানুষ ভোট দেবে কি দেবে না, সেটা তাদের ব্যাপার।’
‘আমি মনে করি, আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম, তখনও সেটা ঠিক ছিল, এখনও আমি সেটা ঠিক বলেই মনে করি। কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমি মনে করতাম আমি তাদের জন্য কিছু করতে পারব, আর আমি এটাও অনুভব করেছিলাম যে মাগুরার মানুষও আমাকে চাচ্ছে।’
শেখ হাসিনা সরকারের আমলে হওয়া জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্য নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্ন রয়েছে। তবে সাকিব মনে করেন, তিনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সংসদ সদস্য হয়েছেন। এমনকি ভবিষ্যতেও নির্বাচনে প্রার্থী হলে তাকে কেউ হারাতে পারবেন না।
সাকিব বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার আসনে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি যদি আবার প্রার্থী হই, তাহলে কেউই আমাকে হারাতে পারবে না—এটা নিয়ে কেউ সন্দেহ করবে না। সুতরাং, আমি যা করেছি, তাতে আমি কোনো ভুল দেখি না। আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম শুধু এই আশায় যে আমি মাগুরার মানুষের জন্য কিছু করতে পারব এবং মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছে। দুর্ভাগ্যবশত, আমি যেমনভাবে চেয়েছিলাম, তেমনভাবে সেবা করতে পারিনি এবং সেটা আমি মেনে নিচ্ছি।’
রাজনীতিতে আসার উদ্দেশ্য নিয়ে সাকিব বলেন, ‘আমার দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতিতে আসা নিয়ে বলতে গেলে, আমি সব সময় মনে করতাম, যদি প্রকৃত পরিবর্তন আনতে চাই, তাহলে সিস্টেমের ভেতরে থেকেই সেটা করতে হবে। কারণ আপনি যদি সিস্টেমের বাইরের থাকেন, তাহলে পরিবর্তন আনবেন কীভাবে? যারা এখন দেশ চালাচ্ছে—তারা যদি সিস্টেমের বাইরে থাকত, তাহলে কি তাদের পক্ষে পরিবর্তন আনা সম্ভব হতো? আপনি বলেন, এটা কি পরিষ্কার নয়?’
‘যারা বলে যে আমি রাজনীতিতে এসে ভুল করেছি; আমি মনে করি, আমার এলাকায় কী পরিবর্তন হবে, সেটা বাইরের মানুষের মতামতের ওপর নির্ভর করে না। আমি এখনও বিশ্বাস করি, যদি আজ আমি আবার নির্বাচনে দাঁড়াই, তাহলে মাগুরার মানুষ আমাকে ভোট দেবে। কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারি।’
লাভের জন্য বা ব্যক্তিগত কারণে রাজনীতিতে আসেননি উল্লেখ করে সাকিব বলেন, ‘আমার উদ্দেশ্য ছিল সৎ এবং যদি উদ্দেশ্য সৎ হয়, তাহলে এতে সমস্যা কোথায়? আমি তো কোনো লাভের জন্য বা ব্যক্তিগত কারণে রাজনীতিতে আসিনি। আমি এসেছিলাম কিছু দিতে, আর যদি সেটাই ভুল হয়, তাহলে আমি মেনে নিই যে সেটা ভুল ছিল।’