সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা শুক্রবার

ডেস্ক রিপোর্ট
  ২৩ জুলাই ২০২৫, ২৩:০৯

সারাদেশের মতো সুনামগঞ্জেও শুক্রবার (২৫ জুলাই) পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির স্থানীয় নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির প্রধান জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। তিনি জানান, শুক্রবার দুপুর দুটায় শহরের আলতাফ স্কয়ারে এই কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, যাদের হাত ধরে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ আসছেন। স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা নিয়ে তারা এই শহরে আসবেন। পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে জেলার যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাছিম বলেন, আমরা জেলার ১২টি উপজেলায় প্রচার চালাচ্ছি। আশা করছি প্রায় ১৫ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান দুলাল প্রমুখ।