অস্ট্রেলিয়ায় ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা ইমরুলের

স্পোর্টস ডেস্ক
  ১৮ নভেম্বর ২০২৪, ১৯:০০

টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। তবে এখনও ওয়ানডে এবং টি-টোয়েন্টিকে বিদায় বলেননি ইমরুল কায়েস। জাতীয় দলের হয়ে হয়তো খেলতে পারবেন না আর- এটা ভালো করেই বুঝেছেন তিনি। তবে, ফিটনেস ঠিক রাখতে পারলে ঘরোয়া এবং ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ও ওয়াডে টুর্নামেন্ট কিংবা লিগে আরও কয়েক বছর খেলে যেতে পারবেন।
আজ মিরপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন ইমরুল কায়েস। তবে, যখন ওয়ানডে এবং টি-টোয়েন্টিও পুরোপুরি ছেড়ে দেবেন, অর্থাৎ ব্যাট-প্যাড ও গ্লাভস যখন তুলে রাখবেন, এরপর কী করার পরিকল্পনা রয়েছে ইমরুল কায়েসের?
সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হলে ইমরুল জানান, এখন নিয়মিত অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। তার পরিবার সেখানে রয়েছে। যার ফলে অস্ট্রেলিয়ায় একটি ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা রয়েছে তার। এ নিয়ে কাজও নাকি চলমান।
ইমরুল কায়েস বলেন, ‘ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পর আসলে..., এখন তো সবকিছু উন্মুক্ত। আমি বেশিরভাগ সময়ই অস্ট্রেলিয়ায় থাকি। সেখানেই আমার থাকতে হবে। কারণ আমার পরিবার সেখানে থাকে। ওখানেও অস্ট্রেলিয়ার একটা দলের হয়ে প্রিমিয়ার ডিভিশন খেলছি আমি। ওখানে একটা কোচিং একাডেমি দেওয়ার পরিকল্পনা আছে। এরই মধ্যে কথাবার্তা চলছে, কাজ করছি। আশা করছি, আগামী বছরের দিকে এটা আমরা শুরু করব।’
ক্রিকেটের উন্নত জ্ঞান নিয়ে একটা সময় বাংলাদেশ দলের সঙ্গেও কাজ করার ইচ্ছা ইমরুলের। তিনি বলেন, ‘আমি চাই ক্রিকেট ছাড়ার পর ক্রিকেটের সঙ্গেই থাকতে এবং ক্রিকেটের আরও উন্নত জ্ঞান পেতে। সবাই জানেন, অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সবকিছু আধুনিক। সেখান থেকেই আধুনিক সব বিশ্লেষণ হয়। আমি চেষ্টা করব, সেখানে বড় বড় পর্যায়ে কাজ করতে। সেখানে কোচদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে। ভবিষ্যতে যদি কখনও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ হয়, আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব।’