বাংলাদেশের সামনে অপেক্ষা করছে গতির ঝড়। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের আগের দিন যে একাদশ প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ, তাতে রয়েছেন ৫ জন পেসার!
ওয়েস্ট ইন্ডিজের উইকেট বরাবরই পেসবান্ধব হয়। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের পিচে এবারও যে তেমন কিছুই হবে, তার আভাস পাওয়া গেলো আগেভাগেই।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪ বিশেষজ্ঞ পেসারের নিয়ে একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি আরো একজন পেস বোলিং অলরাউন্ডার তাদের একাদশে আছে, সবমিলিয়ে ৫ জন পেসার নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।
অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে পেস আক্রমণে আছেন আলজারি জোসেফ, জেডেন সিলস ও শামার জোসেফ। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।
ক্যারিবীয় একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। তবে ব্যাটিংয়ের সঙ্গে স্পিন বোলিং করার অভিজ্ঞতা আছে ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাভেম হজের।
এই অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামেই নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবারও টাইগার ব্যাটারদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, বলাই বাহুল্য।
অ্যান্টিগা টেস্টের ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানজে, কেসি কার্টি, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার কোচ, জেডেন সিলস।