আইপিএলের পরবর্তী তিন মৌসুমে পুরো সময়টাতেই পাওয়া যাবে বাংলাদেশের ১৩ জন ক্রিকেটারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের নামের তালিকা পাঠানো হয়েছে আইপিএল কর্তৃপক্ষের কাছে। প্রতি মৌসুমেই অবশ্য আইপিএলের নিলামে নাম তোলেন বাংলাদেশের বেশ কজন ক্রিকেটার। শেষ পর্যন্ত দু-একজন ছাড়া দল পান না কেউই। তবে বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে প্রাপ্যতার একটি সমস্যা অনেক সময় দেখা গেছে। দলগুলির প্রত্যাশামতো সময়ে তাদেরকে পাওয়া নিয়ে সংশয়ে পড়তে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আগামী তিন মৌসুমে সেখানে অন্তত নিশ্চয়তার বার্তা থাকছে।
আইপিএলে বাংলাদেশের নিয়মিত দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানসহ এই তালিকায় আছেন তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, এমনকি পেসার শহিদুল ইসলামের মতো চমক জাগানিয়া নামও। ২০২১ সালে বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন শহিদুল।
আগামী তিন আইপিএলের পুরো সময়টাতেই বিদেশী ক্রিকেটারদের অংশগ্রহণের নিশ্চয়তা বিভিন্ন দেশের বোর্ডের কাছে চেয়েছিল ভারতীয় বোর্ড। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, বেশির ভাগ পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ডের কাছ থেকেই সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়াতেই এসেছে বাংলাদেশের ক্রিকেটারদের নামগুলি। আইপিএলের সময়টায় আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতেই অবশ্য আলাদা ‘উইন্ডো’ রাখা হচ্ছে সামনে। এখনও এই সময়টায় আন্তর্জাতিক ক্রিকেট খুব কমই হয়