আইপিএলে বিক্রি হলো না যে তারকারা

স্পোর্টস ডেস্ক
  ২৬ নভেম্বর ২০২৪, ১৩:০৬

২০২৫ আইপিএলকে সামনে রেখে করা এই নিলামে দল পাননি অনেক বড় বড় তারকা। দেখে নিন অবিক্রিত ক্রিকেটারদের তালিকা-
দেবদূত্ত পাড্ডিকাল, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, ওয়াকার সালামখেইল, আনমোলপ্রীত সিং, যশ ধুল্ল, উৎকর্ষ সিং, উপেন্দ্র যাদব,লুভনিথ সিসোদিয়া, কার্তিক ত্যাগী, পীযূষ চাওলা, শ্রেয়স গোপাল, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, ড্যারিল মিচেল, শাই হোপ, অ্যালেক্স কেরি, ডনোভান পেরেইরা, কেএস ভারত, মুজিব উর রহমান, আকিল হোসেইন, বিজয়কান্ত ব্যসকান্ত, আদিল রশিদ, কেশব মহারাজ।
এদিকে, বিশাল দাম উঠেছে বাংলাদেশকে ভোগানো আফগান স্পিনার আল্লাহ গজনফরের। ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৭৫ লক্ষ রুপি ভিত্তিমূল্য ছিল আফগান এই রহস্য স্পিনারের। চড়া দাম উঠেছে দীর্ঘদিন দলের বাইরে থাকা ভারতের পেসার ভুবনেশ্বর কুমারের। ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় তাকে দলে ভিড়িয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রোভম্যান পাওয়েলকে দলে ভিড়িয়েছে কলকাতা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসিস দিল্লিতে ৩ কোটি ২০ লাখে এবং ওয়াশিংটন সুন্দর গুজরাটে ৭ কোটিতে যোগ দিয়েছেন। এছাড়া পাঞ্জাবে মার্কো ইয়ানসেন, ৫ কোটি ৭৫ লাখে বেঙ্গালুরুতে ক্রুনাল পান্ডিয়া ও ৮ কোটিতে মুকেশ কুমার যোগ দিয়েছেন দিল্লিতে। চেন্নাইয়ে গতবার খেলা পেসার দীপক চাহারকে ৯ কোটি ২৫ লাখে কিনেছে মুম্বাই।