ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের নতুন নাম

দুই কিংবদন্তির ব্যাট দিয়ে ট্রফি নির্মাণ

স্পোর্টস ডেস্ক
  ২৬ নভেম্বর ২০২৪, ২২:৪৯

৬০ ভাগ ক্রিকেটপ্রেমীর নজর এখন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মধ্যকার চলমান টেস্ট সিরিজ বোর্ডার-গাভাস্কার ট্রফির দিকে। সিরিজটির নামকরণ করা হয়েছিল দল দুইটির সাবেক দুই কিংবদন্তির নামে। একজন ভারতের সুনীল গাভাস্কার, অন্যজন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার।
এবার একই পথে হাঁটলো নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। নিজেদের মধ্যকার টেস্ট সিরিজের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। নতুন সিদ্ধান্তে সাবেক দুই কিংবদন্তির নামে সিরিজেরও নামকরণ করেছে তারা।
এখন থেকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের নাম হবে ক্রো-থর্প ট্রফি। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেট ব্যক্তিত্ব মার্টিন ক্রো ও ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার গ্রাহাম থর্পের সম্মানে এই নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল দুটি। যৌথভাবে আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গেছে।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পরিকল্পনায় নতুনত্বও আছে। তারা সিরিজের ট্রফি নির্মাণ করেছে সাবেক দুই কিংবদন্তির ব্যাটের কিছু অংশ দিয়ে। যা বোর্ডার-গাভাস্কার ট্রফির বৈশিষ্ট্যে নেই।
ক্রো-গ্রাহাম ট্রফি নির্মাণে দুই ক্রিকেটারের পরিবারের সহযোগিতায় নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ট্রফির নকশা করেছে মাহু ক্রিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠান।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে শুরু হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। ক্রাইস্টচার্চে হবে প্রথম টেস্ট। এর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ক্রো-থর্প ট্রফি। এই সময়ে মাঠে প্রয়াত মার্টিন ক্রো এবং গ্রাহাম থর্পের পরিবারের সদস্যদের সম্মান জানানো হবে।
মার্টিন ক্রো নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। ১৯৯২ বিশ্বকাপে কিউইদের সেমিফাইনালে তুলতে সহায়তা করেছিলেন তৎকালীন এই অধিনায়ক। সাবেক কিউই ব্যাটারের টেস্ট ক্যারিয়ারটাও বলার মতো। ৭১ টেস্টে ৪৫.৩৬ গড়ে রান করেছেন ৫ হাজার ৪৪৪।সেঞ্চুরি ১৭টি। দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে ২০১৬ সালে ৫৩ বছর বয়সে মারা যান ক্রো।
গ্রাহাম থর্প পরপারে পাড়ি জমান গত আগস্টে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্ট খেলা এই ক্রিকেটার আত্মহত্যা করেন। ৪৪.৬৬ গড়ে রান করেছেন ৬ হাজার ৭৪৪। সেঞ্চুরি ১৬টি।