বিজয় দিবসে আরেকটি জয় উপহার দিলো নারী ক্রিকেট দল 

স্পোর্টস ডেস্ক
  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:২৭

বিজয় দিবসের আনন্দ দ্বিগুণ করেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সোমবার সকালে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়েছে ছেলেদের জাতীয় ক্রিকেট দল। এবার বয়সভিত্তিক ক্রিকেটে জয় এনেছে নারীদের ক্রিকেট দলও। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে তারা। 
মায়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির বাগড়ায় ১৭ ওভারে নেমে আসে ম্যাচ। তাতে টস হেরে বাংলাদেশ তুলতে পারে ৯ উইকেটে ১২২ রান। সর্বোচ্চ ২৫ বলে ৩ ছক্কায় ৩১ রান করেছেন সাতে ব্যাট করতে নামা সাদিয়া আক্তার। 
জবাবে শুরুটা খারাপ ছিল না লঙ্কানদের। ৭ ওভারে ২ উইকেটে ৪৭ রান যোগ করে তারা। সেখান থেকে লাল-সবুজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় লঙ্কানদের ইনিংস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৯৪ রানে থেমেছে শ্রীলঙ্কা।
অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি উইকেট নিয়েছেন। নিশিতা আক্তার নিয়েছেন দুটি।