নেপালকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  ২০ ডিসেম্বর ২০২৪, ২২:২৩

ডিসেম্বরের শুরুতেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে যুবা টাইগ্রেসরা। নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তারা শিরোপার লড়াইয়ের টিকিট পায় বাংলাদেশ। ফাইনালে যুবা টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত।
শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়েমাস ওভাল মাঠে বাংলাদেশ ও নেপালের মধ্যকার সুপার ফোরের শেষ ম্যাচ বৃষ্টির কারণে নেমে আসে ১১ ওভারে। টস হেরে নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। 
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে চার রানআউটে কপাল পুড়ে নেপালের মেয়েদের। তাদের পক্ষে সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। এ ছাড়া তাদের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।  নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে নেপাল।
জবাবে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন  দুই ‍ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা। উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করেন এই দুই ব্যাটার। জয় থেকে মাত্র ৯ রান দূরত্বে থাকা অবস্থায় আউট হয়ে যান ইভা। এর আগে ২১ বলে এক ছক্কায় তিনি ১৮ রান করেন।
এরপর ক্রিজে আসা সুমাইয়া আক্তার সুবর্না ৬ বলে ২ চারে ১০ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শুরু থেকে আরেকপ্রান্ত আগলে রাখা ওপেনার ফাহমিদা ৩২ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন। ফলে ৯.৫ ওভারেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।