জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট

সিলেট মাতাবেন জেমস-আসিফ, টিকিটের দাম কত?

সিলেট সংবাদদাতা
  ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৪

ঢাকায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিকাল ৩ টা ৫০ মিনিটে শুরু হয় ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’। এই ফেস্টের মধ্য দিয়ে বিপিএলের উন্মাদনা শুরু হয়ে গেলো। আগামী ৩০ ডিসেম্বর বিপিএল মাঠে গড়ানোর আগে আরও দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবারে সেটাকে তিন ভেন্যুতেই ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বুধবার সিলেটে জেলা স্টেডিয়ামে হবে বিপিএল মিউজিক ফেস্ট। ঢাকায় রাহাত ফতেহ আলী খান মাতালেও সিলেটে তিনি থাকছেন না। তবে আকর্ষণ বিন্দুমাত্র কমেনি। মিউজিক ফেস্টে নতুন করে যুক্ত হচ্ছেন কিংবদন্তি নগরবাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। তবে জেফারের বদলে সিলেট মাতাবেন তোশিবা। 
ইতোমধ্যে কনসার্টের টিকিটের মূল্যও প্রকাশ করেছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০০ টাকা, এই খরচে দর্শকরা স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকার প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা।  
বেলা আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের ঢোকার গেট, খোলা থাকবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।
বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে মিলে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্মিলিত ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণ্যের উৎসব ২০২৫’ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল আগেই। গত ১ ডিসেম্বর তারুণ্যের উৎসব অনুষ্ঠানে বিপিএলের মাস্কট ‘ডানা-৩৬’ উন্মোচন করা হয়েছে। এর আগে প্রদর্শন করা হয় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রমাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’। 
প্রসঙ্গত, ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতাটি। বিপিএলের একাদশ আসরে সাত দল অংশ নিচ্ছে। খেলা হবে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। ফাইনাল ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি।