সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্টে প্রথম দুই দিন সমানে সমানে লড়াই হয়েছিল। কখনো ম্যাচের পাল্লা ভারতের দিকে, কখনোবা অস্ট্রেলিয়ার দিকে পাল্লা ঝুঁকে যাচ্ছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচটা জিতল হেসেখেলে। এই জয়ে অজিদের ফুরোল ১০ বছরের অপেক্ষা।
পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিডনি টেস্ট শুরু করে। তিন দিনে শেষ হওয়া টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অজিরা। তাতে ২০১৪-১৫ মৌসুমের পর অস্ট্রেলিয়া জিতল বোর্ডার-গাভাস্কার ট্রফি। ভারত এবার সিরিজটা হারল ৩-১ ব্যবধানে। তাতে টানা দুইবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করল অস্ট্রেলিয়া। ভারতের ফাইনাল খেলার শেষ সুযোগটুকু হলো নষ্ট।