১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। এর আগে কখনই সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেননি কেউ। ক্যারিয়ারের সায়াহ্নে এসে কেন তবে বোলিং নিষেধাজ্ঞায় পড়তে হলো সাকিবকে?
ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে গিয়ে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠে সাকিবের বিরুদ্ধে। বার্মিংহ্যামের লাফবোরোতে কদিন পরই অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সেই পরীক্ষায় হন অকৃতকার্য।
এরপর ভারতের চেন্নাইয়ে আসেন পরীক্ষা দিতে। এবারও সাকিব পাস করতে পারেননি। চেন্নাইয়ে বোলিং পরীক্ষাতেও এসেছে, সাকিবের অ্যাকশন অবৈধ।
এত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর শেষ সময়ে এসে কেন এমন হলো? বিসিবির বোর্ডের উচ্চপর্যায়ের এক সূত্র জানালো চাঞ্চল্যকর এক তথ্য।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাম হাতের তর্জনী ভেঙে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ না খেলে দেশে ফিরে আসেন সাকিব।
এরপর গত বছরের সেপ্টেম্বরে ভারতের মুরালি কার্তিক বাংলাদেশের বিপক্ষে টেস্টে ধারাভাষ্য দিতে গিয়ে বলেছিলেন, সাকিবের নাকি আঙ্গুলে অস্ত্রোপচার হয়েছে। সেটি তাকে জানিয়েছেন।
যদিও বিসিবির পক্ষ থেকে সাকিবের অস্ত্রোপচারের বিষয়টি তখন নিশ্চিত হওয়া যায়নি। তবে আঙুলে ফ্র্যাকচার ছিল। সেটি সবারই জানা।
আজ (শনিবার) চেন্নাইতে দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিব ফেল করার পর বোর্ডের উচ্চপর্যায়ের এক সূত্র জানিয়েছে, সাকিবের আঙুলে ফ্র্যাকচারের পর থেকেই বল ঘোরাতে সমস্যা হচ্ছে। টার্ন করাতে গিয়ে হাতে বেশি প্রেসার পড়ছে। সেটি থেকে সমস্যা হতে পারে।
তেমন হলে সাকিবের চোট সমস্যা যতদিন পুরোপুরি সেরে না উঠবে, বোলিং অ্যাকশন শোধরানো কঠিন। বয়সটাও ৩৭ পেরিয়েছে। সাকিবের ক্যারিয়ার কি তবে শেষই হয়ে গেলো?