পিএসএলে দল না পাওয়ায় ক্ষোভে অবসর ঘোষণা ইহসানউল্লাহ খানের

স্পোর্টস ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:০৭

ইনজুরির কারণে প্রায় দেড়বছর খেলার বাইরে ছিলেন পাকিস্তানের তরুণ পেসার ইহসানউল্লাহ খান। গত বছর তার চোট নিয়ে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ ওঠে পিসিবির বিরুদ্ধে। সম্প্রতি পাকিস্তানি এই গতিতারকা মাঠের ক্রিকেটে ফিরেছেন। তবে গতকাল (সোমবার) অনুষ্ঠিত হওয়া পিএসএলের ড্রাফটে কোনো দলই তার প্রতি আগ্রহ দেখায়নি। সেই ক্ষোভে পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার।
গতকাল লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে দল পাননি ইহসানউল্লাহ। এর আগে নিজের খেলা সর্বশেষ অষ্টম আসরে দুর্দান্ত বোলিং করেছিলেন এই ডানহাতি পেসার। কিন্তু এবার কোনো দলই তার নাম না ডাকায় আসরটিতে খেলা হচ্ছে না ইহসানের। সেজন্য আর কখনোই পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলে না খেলার ঘোষণা দিয়েছেন।
স্বদেশি গণমাধ্যমে ক্ষুব্ধ ইহসান জানান, ‘একটি ফ্র্যাঞ্চাইজিও আমার সঙ্গে যোগাযোগ করেনি। যদি আপনি পারফর্ম করেন, এসব ফ্র্যাঞ্চাইজি আপনার পেছনে লেগে থাকবে। এখন আমার লক্ষ্য তাদের নিজের পেছনে আটকে রাখা এবং আমার সেরকম পারফরম্যান্স দরকার। আমি ১৫০-১৬০ কিলোমিটার গতিতে বল করব এবং যারা বলেছে আমি ১৩০-১৩৫ গতির বোলার, তাদের আগামী এক-দেড় মাসে দেখিয়ে দেবো। ইনজুরির আগে আমি যেমনটা ছিলাম, তারচেয়ে আরও ভালো বোলার হিসেবে নিজেকে প্রমাণ করব।’