বাংলাদেশ দলের ক্রিকেটার এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিসিবির এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।
এনামুল এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন। রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর মধ্যেই এনামুলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর এল।
গত ৩০ ডিসেম্বর শুরু হওয়া একাদশ বিপিএলে একাধিক ম্যাচের বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিংয়ের সন্দেহ করা হচ্ছে। গত ২২ জানুয়ারি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। বিপিএলে সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে জানান কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকও।