দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সোমবার থেকে শুরু হতে যাওয়া ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন না। ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট ইনজুরি নিয়ে প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন।
তবে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ওই সময়ের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু জোর করেই তাকে ট্র্যাকে নামিয়েছিলেন।
জাতীয় চ্যাম্পিয়নশিপ সামনে রেখে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিলেন চারবারের দ্রুততম মানবের অংশ নেওয়া-না নেওয়ার বিষয়টি। ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেছেন, ‘ইমরান অংশ না নিলে আগামী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ হারাবেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে যারা ভালো করবেন তাদের মধ্যে থেকে দল নির্বাচন করা হবে। এরপর অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে ট্রায়ালই হবে জাতীয় দলের খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া।’
বাংলাদেশ সেনাবাহিনীর জার্সিতে চারবার দ্রুততম মানব হওয়া ইমরানুর রহমানকে এবার নিবন্ধন করিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নিবন্ধন করলেও রোববার সন্ধ্যা পর্যন্ত তিনি ঢাকায় আসেননি। যার অর্থ এবারের অসরে দৌড়াতে দেখা যাবে না এশিয়ান ইনডোরে স্বর্ণজয়ী এই অ্যাথলেটকে।
ইমরানুর রহমান অংশ না নিলে এবার দ্রুততম মানব কে হবেন সেদিকেই চোখ সবার। সাবেক দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলের সাথে নতুনদের প্রতিদ্বন্দ্বিতা হবে ট্র্যাকে। তিন দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই সোমবার ১০০ স্পিন্টের আকর্ষণীয় ইভেন্ট অনষ্ঠিত হবে। নারী ও পুরুষ বিভাগে মোট ৪০ টি স্বর্ণ পদকের জন্য লড়বেন অ্যাথলেটরা।