সাকিবের প্রশংসায় মরগান

ক্রীড়া প্রতিবেদক
  ১০ অক্টোবর ২০২৩, ১৩:৪৪

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান ও বাংলাদেশের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন একই সময়। কাছাকাছি বয়সের হলেও মরগান খেলা ছেড়ে ধারাভাষ্যকার হিসেবে বিশ্বকাপ মাতাচ্ছেন। সেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন সাকিব। খেলছেন পঞ্চম বিশ্বকাপ। 
আইসিসির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মরগান বলেন, সাকিব অনেক প্রতিভাবান একজন খেলোয়াড়। পঞ্চম বিশ্বকাপ খেলছে সে। পাঁচ বিশ্বকাপ খেলা ক্রিকেটার বিশ্বে খুব কম আছে। মেধা দিয়ে সে ক্যারিয়ার এ পর্যায়ে নিয়ে এসেছে।
সাকিবের সমসাময়িক কেবল মুশফিকুর রহিমই আছেন এই মঞ্চে। ২০০৭, ২০১১, ২০১৫, ২০১৯ ও ২০২৩; সবকটি বিশ্বকাপে দুজন একসঙ্গে খেলেছেন। তবে অবিশ্বাস্য কীর্তিতে সাকিব আল হাসান কেড়ে নিয়েছেন সব আলো।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৪৪.৬১ গড়ে ১ হাজার ৬০ রান আর ৩৭ উইকেট আছে সাকিবের। চলতি বিশ্বকাপ খেলা তারকাদের মধ্যে রানের হিসাবে তিনিই সবার উপরে। ব্যাট-বলের পারফরম্যান্সে প্রায় এক যুগ ধরে ওয়ানডেতে অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ে শীর্ষ বা এর আশেপাশে আছেন সাকিব।