প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেলেও ইংল্যান্ডের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। এমন ভরাডুবির কারণ খুঁজছেন ক্রিকেট বোদ্ধারা। একই মাঠে পরপর দুটি ম্যাচ খেলার পরও বাংলাদেশ কেন উইকেট বুঝতে পারেনি এ সমালোচনা এখন সব জায়গায়।
টাইগারদের লজ্জাজনক হারের একটি কারণ অবশ্য বের করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। ইংলিশদের বিপক্ষে নতুন বলে সাফল্য দেখাতে পারেনি টাইগার ফাস্ট বোলার তাসকিন আহমেদ। বাংলাদেশের ম্যাচ হারার অন্যতম কারণ এটাই বলে মনে করেন় মিসবাহ।
টসে জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অধিনায়ক সাকিব। লক্ষ্য ছিল নতুন বলে পেস বোলারদের দিয়ে দ্রুত উইকেট ফেলে তাদেরকে চাপে রাখা। কিন্তু প্রথমদিকে কিছুটা চাপে ফেললেও ম্যাচ যত সামনে এগিয়ে যেতে থাকে, ততই রানের বন্যা বইয়ে দেন ডেভিড মাল্যান-জো রুটরা। এদিন তাসকিন-মোস্তাফিজ কেউই সুবিধা করতে পারেননি।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ৬ ওভারে ৩৮ রান দেন তাসকিন একাই। শুরুর দিকে মাল্যান এবং জনি বেয়ারস্টোর বিপক্ষে কোনো প্রতিরোধ গড়তে পারেননি তিনি। শেষের দিকে ক্রিস ওকসের উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
এ বিষয়ে মিসবাহ বলেন, 'বাংলাদেশ সবচেয়ে বেশি মিস করছে নতুন বলে তাসকিনের ফর্মকে। সে তাদের একাদশের অবিচ্ছেদ্য একজন বোলার। সে এখানে নতুন বলে উইকেট পাচ্ছে না। যার কারণে নতুন বলে অনেক বেশি চাপ আসছে। আর ইংল্যান্ড এমন একটা দল, একবার যারা ভালো শুরু পেয়ে গেলে সামনে যেতেই থাকে।'
পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন সাবেক অধিনায়ক। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরামও। তিনি মনে করিয়ে দেন, এশিয়া কাপে দারুণ ফর্মে ছিলেন তাসকিন।