অবশেষে কাজের ক্ষেত্র বদল হলো হাবিবুল বাশার সুমনের। জাতীয় দলের নির্বাচকের পদ হারানোর পর বিসিবি তাকে নারী ক্রিকেটের 'হেড অব ওমেন ক্রিকেট' পদে বসিয়েছিল।
কিন্তু সে দায়িত্বটা সেভাবে উপভোগ করছিলেন না জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। অবশেষে তার কাজের ক্ষেত্র পাল্টালো বিসিবি।
ওমেন ক্রিকেট উইং থেকে হাবিবুল বাশার সুমনকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটিতে স্থানান্তর করা হয়েছে।
দেশের ক্রিকেটের এ নামী ব্যক্তিত্বকে বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদ দেওয়া হয়েছে।