সাবেক ক্যানাডিয়ান অলিম্পিক স্নোবোর্ডার রায়ান ওয়েডিংকে এফবিআই-এর টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভ তালিকায় যুক্ত করা হয়েছে। ওয়েডিং-কে আটক করতে তথ্য প্রদানকারীর জন্য এফবিআই ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে। এফবিআই-এর লস এঞ্জেলস্ ফিল্ড অফিসের ইনচার্জ আকিল ডেভিস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ওয়েডিং-এর একটি আন্তর্জাতিক মাদক চক্র রয়েছে, যারা ক্যানাডা ও নর্থ অ্যামেরিকাসহ কলম্বিয়া ও মেক্সিকোতে মাদক পাচার করত।
৪৩ বছর বয়সী রায়ান ওয়েডিং জন্ম গ্রহণ করেন ক্যানাডার থান্ডার বে-তে। ২০০২ সালের শীতকালীন অলিম্পিকে পুরুষদের প্যারালাল জায়ান্ট স্ল্যালম স্নোবোর্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বীদের হত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে ওয়েডিং বিরুদ্ধে। এফবিআই-এর লস এঞ্জেলস্ ফিল্ড অফিসের ইনচার্জ আকিল ডেভিস এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ তথ্য জানান।
ওয়েডিং-এর গ্রেপ্তার বা শাস্তির জন্য তথ্য প্রদানকারীদের এফবিআই ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে। ২০২৪ সালের জুন মাসে ওয়েডিং এবং তার সহকারী হিসেবে পরিচিত ৩৪ বছর বয়সি ক্যানাডিয়ান অ্যান্ড্রু ক্লার্কের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলস্ ফেডারেল আদালতে অভিযোগ দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কার্মকাণ্ড পরিচালনাসহ মাদক পাচার, হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।
স্টেইট ডিপার্টমেন্টের কর্মকর্তা কার্টরাইট ওয়েইল্যান্ড বলেন, ওয়েডিং-এর নেতৃত্বে থাকা সংগঠনটি বহু নিরীহ মানুষকে হত্যা করেছে এবং বিভিন্ন দেশে মাদকের জাল বিস্তার করেছে। সাবেক এফবিআই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ব্রায়ান বোয়েটিগ জানান, হত্যাকাণ্ড এবং হত্যাচেষ্টার অভিযোগে ওয়েডিং ও ক্লার্কের ২০ বছর বা তার বেশি সময় কারাদণ্ড হতে পারে, এবং মাদক পাচারের অভিযোগে হতে পারে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড।
তদন্তকারীদের ধারণা, ওয়েডিং বর্তমানে মেক্সিকোতে লুকিয়ে আছেন। তবে অ্যামেরিকা, ক্যানাডা, কলম্বিয়া, হন্ডুরাস, গুয়াতেমালা বা কোস্টারিকাতেও তার লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।