ভারত ছাড়া নিয়ে মুখ খুললেন পাকিস্তানি ক্রিকেট উপস্থাপক

স্পোর্টস ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৩, ১১:৫০

ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষ্যে আইসিসির ডিজিটাল টিমের হয়ে ভারত গিয়েছিলেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট উপস্থাপন জয়নব আব্বাস। তবে যাওয়ার কয়েকদিন পরই ভারত ছেড়ে গেছেন এই উপস্থাপক। বিষয়টি নিয়ে গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে হয়ে গেছে অনেক চর্চা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন জয়নব নিজেই।
মূলত, জয়নব ভারত ছেড়েছিলেন ভারতীয় এক আইনজীবী তার বিরুদ্ধে ভারত এবং হিন্দুবিদ্বেষের অভিযোগ আনেন। বিনীত জিন্দাল নামে ভারতীয় ওই আইনজীবী পুরানো একাধিক টুইটের সূত্র ধরে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, হিন্দু-বিরোধী এই টুইটগুলো প্রায় নয় বছর আগে পোস্ট করা হয়েছিল ‘জয়নবলাভএসআরকে’ নামের অ্যাকাউন্ট থেকে। যা বর্তমানে জয়নবের সক্রিয় ‘এক্স’ অ্যাকাউন্ট ‘জেডআব্বাস অফিসিয়াল’। 
টুইটারে দেওয়া এক স্ট্যাটাসে জয়নব জানিয়েছেন, তিনি পোস্টগুলো অনেক আগে দিয়েছিলেন এবং সেই পোস্টের সঙ্গে তার বর্তমান সত্ত্বার কোনো মিল নেই। 
জয়নবের ভাষায়, ‘আমি বুঝতে পেরেছি এবং পোস্টের মাধ্যমে কাউকে কষ্ট দিয়ে থাকলে গভীরভাবে অনুতপ্ত। আমি স্পষ্ট করে বলতে চাই যে, সেই পোস্ট আমার এখনকার সত্ত্বার প্রতিনিধিত্ব করে না। এ ধরনের ভাষা ব্যবহারের জন্য কোনো অজুহাত নেই। যারা আঘাত পেয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এছাড়াও আমি তাদের প্রতিও কৃতজ্ঞ, যারা ঘটনাটিতে উদ্বিগ্ন হয়েছেন এবং কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন।’ 
পুরো ঘটনার বর্ণনা দিয়ে জয়নব বলেছেন, ‘আমি যখন (ভারতে) ছিলাম তখন সবার সঙ্গে আমার চলাফেরা ছিল সদয়, প্রফুল্ল এবং আমি যেমন আশা করেছিলাম তেমনই। আমাকে যেতে বলা হয়নি বা নির্বাসিত করা হয়নি। তবে, আমি অনলাইনে প্রকাশিত বিভিন্ন প্রতিক্রিয়া দেখে ভয় পেয়েছিলাম এবং আতঙ্কিত হয়ে পড়েছিলাম। যদিও তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। আমার পরিবার এবং সীমান্তের দুই পাশের বন্ধুরা উদ্বিগ্ন ছিল।’