আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর বাহিয়া ব্লাঙ্কা প্রাণঘাতী বন্যার মুখোমুখি হয়েছে। এতে ১৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে লাতিন আমেরিকার দেশটির সরকার।
গেল শুক্রবার বন্দরনগরটিতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক বন্যায় সেতু ও রাস্তাঘাট ভেঙে গেছে, হাজারো মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
এমন দুর্যোগপূর্ণ সময়ে স্বদেশিদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রতি আবেগী বার্তা পাঠিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে মেসি লিখেছেন, ‘বাহিয়া ব্লাঙ্কায় যা ঘটছে অত্যন্ত দুঃখের সঙ্গে তা অনুসরণ করছি। যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা এবং এই কঠিন সময়ে সবার ধৈর্য বৃদ্ধি কামনা করছি।’
বন্যার ফলে শহরের বিশাল অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অন্তত ১,২০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার শহরটিতে ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, যা বার্ষিক গড় বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ। ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে।