কোহলির কাছ থেকে বাবরের জার্সি নেওয়া পছন্দ হয়নি ওয়াসিমের

স্পোর্টস ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৩, ১৬:২৯

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা এমনিতেই তুঙ্গে থাকে। তার ওপর ম্যাচের ফলাফল থেকে শুরু করে বিভিন্ন মুহূর্ত জন্ম দেয় আলোচনার। যেমনটা হচ্ছে গতকালকের ম্যাচ পরবর্তী ঘটনা নিয়ে। ম্যাচ শেষ হতেই পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে দেখা গেছে বিরাট কোহলির সই করা জার্সি নিতে। যে ঘটনা নিয়ে রীতিমত সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। 
পাকিস্তান বাজেভাবে না হারলে এমন সমালোচনার ঝড় হয়তো বইতো না। দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে যেরকম উত্তেজনা বিরাজ করছিল, সময় গড়াতে গড়াতে সেসব উবে গেছে ভারতের একাধিপত্যে! অধিনায়ক রোহিত শর্মার ৬৩ বলে করা ৮৬ রানের ঝড়ো ইনিংসে ১৯২ রানের মামুলি লক্ষ্য তারা ১৯.৩ ওভার বাকি থাকতে তাড়া করেছে। জিতেছে ৭ উইকেটে। এমন বাজে হারের পরক্ষণে বাবর আজমের ওই জার্সি উপহার নেওয়া পাকিস্তানি ভক্তদের আরও ক্ষোভ বাড়িয়েছে। 
পাকিস্তানের অনেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় বলেছেন, কাজটা জনসম্মুখে না করে ড্রেসিং রুমে আড়ালে করলেই বিচক্ষণের কাজ হতো। বিষয়টি পাকিস্তানের ‘এ স্পোর্টস’ এর একটি অনুষ্ঠানে উঠানো হলে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামও একই সুরে গলা মিলিয়েছেন, ‘আমিও একই কথা বলেছি। ছবিটা আমারও চোখে পড়েছে। বিষয়টা জনসম্মুখে না করে আড়ালে করার দরকার ছিল।’
তার মতে, এমন কাজ করার জন্য এই দিনটা উপযুক্ত ছিল না, ‘এই কাজটা করার জন্য এই দিনটা উপযুক্ত ছিল না। যদি চাচাতো ভাই কোহলির জার্সি চেয়েই থাকে, তাহলে ম্যাচের পর ড্রেসিং রুমে গিয়ে কাজটা করা যেত।’