চলতি বিশ্বকাপের বড় দলের বিপক্ষে প্রথম অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস।
আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। আজ অপেক্ষাকৃত বড় দলের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিল মজবুত করতে চায় টাইগার বাহিনী।
বিশ্বকাপে বাংলাদেশ দলের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ার পর খেই হারিয়ে ফেলে সাকিবরা। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ হেরে বেশ বড়সড় একটা ধাক্কাই খেয়েছেন তারা।
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে প্রথম অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ২৮৪ রান তুলেছিল আফগানিস্তান। রান তাড়ায় ২১৫ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় অঘটন ঘটিয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকার কোছে পাত্তা পায়নি কোনো দল। প্রতিপক্ষকে তারা হেসে-খেলে হারিয়েছে। সেই দক্ষিণ আফ্রিকাকে মাটিতে টেনে নামাল ডাচরা। গত মঙ্গলবার ধর্মশালার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বৃষ্টি বাধায় ম্যাচটি নেমে আসে ৪৩ ওভারে। যেখানে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে নেদারল্যান্ডস। জবাবে ৪২ ওভার ৫ বলে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এতে ৩৮ রানের জয় পায় ডাচরা।