পাকিস্তানের অভিনেত্রী সেহার শিনওয়ারি একের পর এক আলোচনার জন্ম দিয়েই যাচ্ছে। এইবার আফগানিস্তানের কাছে হারের পরে বাবর আজমদের দিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য।
সোমবার (২৩ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বেশ কয়েকটি পোস্ট করেন সেহার শিনওয়ারি। হ্যাটট্রিক পরাজয় মেনে নিতে না পেরে বাবরদের পদত্যাগ চাইলেন পাকিস্তানের বিউটি কুইন। সেই সঙ্গে বাবরদের ক্রিকেট খেলা ছেড়ে দিতে বলেন।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, 'বাবর আজম আপনাকে পদত্যাগ করতে হবে এবং আর কখনো ক্রিকেট খেলতে হবে না।'
আরেক পোস্টে তিনি লিখেন, 'পাকিস্তান ক্রিকেট দলের ওপর পুরো দেশের পক্ষ থেকে অভিশাপ।'
আরেকটি পোস্টে তিনি লিখেন, 'ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে হার ঠিক আছে। তাই বলে আফগানিস্তানের সঙ্গে পরাজয়।