থুতু মেরে আরও তিন ম্যাচ নিষিদ্ধ লুইস সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১০


লিগস কাপ ফাইনালে প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের এক কর্মকর্তাকে থুতু মেরে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন লুইস সুয়ারেজ। অভব্য আচরণে এবার তাকে লিগে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)।  
ঘটনাটা ছিল ৩১ আগস্টের। ফাইনালে মায়ামিকে ৩-০ গোলে হারায় সিয়াটল। শেষ বাঁশির পর উত্তেজনা চরমে উঠলে ধস্তাধস্তি শুরু হয়। সতীর্থ ও কোচদের ধরে রাখতে হয় সুয়ারেজকে। তখনই এক পর্যায়ে তিনি প্রতিপক্ষ দলের সদস্যের দিকে থুতু মেরে বসেন। এই ঘটনায় ইন্টার মায়ামি ফরোয়ার্ড ১৩ সেপ্টেম্বর শার্লট এফসি, ১৬ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্স ও ২০ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ মিস করবেন।
অবশ্য ওই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চেয়েছিলেন উরুগুয়ে তারকা। সেখানে বলেছিলেন, ‘এটা ছিল ভীষণ চাপ ও হতাশার মুহূর্ত। খেলা শেষ হওয়ার পরপরই কিছু ঘটেছিল, যা মোটেই ঠিক হয়নি। সেজন্য আমার এমন প্রতিক্রিয়াও কোনওভাবে ন্যায্য নয়।’
নিজের ভুল স্বীকার করে তার বক্তব্য, ‘আমি একটি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এমন ভাবমূর্তি আমি আমার পরিবারের সামনে তুলে ধরতে চাই না, যারা আমার ভুলের কারণে কষ্ট পায়। আমার ক্লাবের সামনেও নয়, যারা এরকম কিছুর মাধ্যমে প্রভাবিত হয়।’