১৯৫৮ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে বেঁচে ছিলেন মারিও জাগালো। ব্রাজিলের স্থানীয় সময় শুক্রবার মারা গেলেন তিনিও। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুতে ব্রাজিল ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া।
ফুটবল ইতিহাসে খেলোয়াড় ও কোচ; উভয় ভূমিকায় প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন জাগালো। কোচ ও ফুটবলার হিসেবে আলাদা চারটি বিশ্বকাপ জয়ে অবদান আছে তার।
ব্রাজিলের ১৯৫৮ ও ১৯৬২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন জাগালো। এরপর ব্রাজিলের কোচ হিসেবে ১৯৭০ সালে বিশ্বকাপ জেতেন তিনি। ব্রাজিলের ১৯৭০ সালের সেই স্কোয়াডকে তো বিশ্বকাপের ইতিহাসেরই সর্বশ্রেষ্ঠ দল ভাবা হয়। এরপর ১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন জাগালো।
জাগালো ছাড়া খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার রেকর্ড আছে আর মাত্র দুজনের। তারা হলেন জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ফ্রান্সের দিদিয়ের দেশম। ‘কাইজার’ খ্যাত বেকেনবাওয়ার খেলোয়াড় হিসেবে ১৯৭৪ সালের বিশ্বকাপ জেতার পর কোচ হিসেবে জেতেন ১৯৯০ বিশ্বকাপ। আর দেশম ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ও ২০১৮ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জেতার কীর্তি গড়েন।