স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আফগান তিন ত্রয়ী মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নাভিন উল হক। তাদের ওপর আনা নিষেধাজ্ঞার শাস্তি শিথিল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নতুন এই সিদ্ধান্তে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির পাশাপাশি বিদেশি লিগে খেলার অনুমতি পাচ্ছেন তারা। তবে শর্ত হচ্ছে এসিবির স্বার্থ ও জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।
ঘটনাটা ছিল এই কেন্দ্রীয় চুক্তি নিয়েই। ওই তিন তারকা নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে সই করতে রাজি ছিলেন না। চুক্তির বাইরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার প্রতি বাড়তি আগ্রহের কারণেই তারা এমনটা করেছিলেন। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি এসিবি। তারা কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে দেরি করার পাশাপাশি তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। যার মধ্যে ছিল বিদেশি লিগে খেলার জন্য এনওসি প্রাপ্তিতে দুই বছরের নিষেধাজ্ঞা। তাছাড়া চলমান এনওসিও বাতিল করেছিল।
ওই নিষেধাজ্ঞার কারণে মুজিব তো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার অনুমতিই পাননি। মৌসুম শেষ হয়ে যায় বিগ ব্যাশেও। কিন্তু তার আগে বোর্ডের সঙ্গে সমঝোতা করায় নাভিন ও ফারুকি ঠিকই দলে স্থান পেয়েছিলেন। অবশেষে মুজিব বোর্ডের সঙ্গে যোগাযোগ করায় ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন।
এসিবি পরে জানিয়েছে, ওই তিন ক্রিকেটার নিঃশর্তে বোর্ডের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। দেশের হয়ে খেলতে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়েছেন তারা। যার ফলশ্রুতিতে এসিবি আগের অবস্থান থেকে সরে এসে তাদের বিদেশি লিগে খেলার জন্য অনুমতি দিচ্ছে। তবে সেটি হবে সীমিত আকারে।
সেখানে আরও বলা হয়, যে তদন্ত কমিটি করা হয়েছিল সেখানে ওই তিনজনকে একটি চূড়ান্ত সতর্কতাসহ শাস্তি হিসেবে বেতন কর্তণের সুপারিশ করা হয়েছে। তাদের সুপারিশে ওই তিনজনের পারফরম্যান্স ও শৃঙ্খলার ওপরও কড়া নজর রাখার কথা বলা হয়েছে।