অধিনায়কত্ব নিয়ে আলোচনায় বসার অপেক্ষায় বোর্ড-সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  ০৯ জানুয়ারি ২০২৪, ২৩:০২

ক্রিকেট ক্যারিয়ার জুড়ে সাফল্যের একাধিক পালক সাকিব আল হাসানের মুকুটে যুক্ত হয়েছে। ক্রিকেটের ফাঁকে ব্যবসায়ী হিসেবেও সাকিবের আত্মপ্রকাশ হয়েছে। সেটা নিয়ে তেমন মাতামাতি হয়নি। তবে ৭ জানুয়ারি তার নামের পাশে যখন সংসদ সদস্য যুক্ত হয়েছে তখন পাল্টে গেল পাশার দান। সাকিব এখন আর শুধু ক্রিকেটারই নন, বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্যও। হয়েছেন জনপ্রিতিনিধি।
ক্রিকেটে সাকিব কতটুকু মনোযোগ রাখতে পারবেন তা সময়ই বলে দেবে। তবে অধিনায়ক হিসেবে সাকিব থাকবেন কিনা সেই সিদ্ধান্ত পেন্ডুলামে ঝুলছে। সাকিব নিজেও নিশ্চিত নন, অধিনায়কত্ব চালিয়ে যাবেন কিনা। এদিকে বোর্ডও তাকিয়ে আছে সাকিবের সিদ্ধান্ত জানার অপেক্ষায়।
বোর্ড লম্বা সময়ের জন্য অধিনায়ক বেছে নিতে চাইছে। তাদের পছন্দ অনেকটা চূড়ান্ত, নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে সাকিবের অনুপস্থিতিতে শান্ত বেশ ভালোভাবে দল পরিচালনা করেছেন। মাঠের ক্রিকেটে ম্যাচিউরিটির পরিচয় দিয়েছেন। মাঠের বাইরেও দায়িত্ব সামলেছেন সিদ্ধহস্তে। এজন্য সাকিবকে নিয়ে দ্বিধাদ্বন্দে বোর্ড। তাই দুই পক্ষ সামনাসামনি আলোচনায় বসতে চাচ্ছে। যা দুই পক্ষের কথায় উঠে এসেছে।
সাকিব মঙ্গলবার গণমাধ্যমে বলেছেন, ‘এগুলো (অধিনায়ক) নিয়ে এখনও কথা হয়নি। তবে বোর্ডের সঙ্গে কথা হবে। তখন আলোচনা হবে। এরপর সবাই মিলে যেটা ভালো মনে করবে, সেটাই সিদ্ধান্ত নেবে।’
জালাল ইউনুস যোগ করেছেন, ‘সাকিব অধিনায়ক ছিল আমাদের। যেহেতু শান্ত মাঝে করেছে, তো সাকিবের সঙ্গে এখন আমরা বসতে চাইবো। ওরও নিশ্চয় কোনো পরিকল্পনা থাকতে পারে। সেটা জানি না।’
অধিনায়ক হিসেবে শান্ত যে বিবেচনায় আছে তা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কণ্ঠে উঠে এলো, ‘শান্ত ওয়ানডের পাশাপাশি টেস্টেও ভালো অধিনায়কত্ব করেছে। তিন ফরম্যাটই তো আমরা দেখেছি, সে ভালো করেছে। নিশ্চিতভাবে সামনের পরিকল্পনায় শান্তর কথা সবার মাথায় আসবে। আমাদের জন্য খুব স্বাভাবিক। যেহেতু সে ভালো করেছে। আমার মনে হয়, শান্ত সব সময় পরিকল্পনায় থাকবে।’
বোর্ডের ভাবনা আঁচ করা গেল তার কথায়, ‘আমরা মনে হয়, লং টার্মের জন্য হলে শান্ত ভালো হবে। সবকিছু নির্ভর করছে আমাদের পরিকল্পনার উপরে। আমাদের কোচ আসুক। টিম ম্যানেজমেন্ট আছে, বোর্ড আছে।’
ক্রিকেটের পাশাপাশি সাকিব এখন রাজনীতির মাঠে নামলেও তার কমিটমেন্টে কোনো ঘাটতি দেখেন না জালাল ইউনুস, ‘আমার মনে হয় ক্রিকেট তার প্রায়োরিটি। যেহেতু সে জনপ্রতিনিধিও- তার জায়গায় এলাকায় তারও একটা কমিটমেন্ট থাকবে। এটাও আমরা জানি। আমার মনে হয়, সে ম্যানেজ করতে পারবে।’