অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

স্পোটর্স ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৭

২৯১ রানের পাহাড় গড়ে নিজেদের ব্যাটিং ইনিংসের শেষেই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ক্রিকেটে ‘আনকোরা’ যুক্তরাষ্ট্রের জন্য যে লক্ষ্যটা কঠিন হবে, তা অনুমিতই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ওপেনার প্রণব চেত্তিপ্লায়ামের লড়াইয়ের পরও হারতে হয়েছে তাদের। ১২১ রানের জয় নিয়ে বাংলাদেশ পৌঁছে গেছে সুপার সিক্সে।
ব্লুমফন্টেইনে গ্রুপপর্বের শেষ ম্যাচে শুক্রবার যুক্তরাষ্ট্রকে এক কথায় উড়িয়েই দিল বাংলার যুবারা। শুরুতে ব্যাট করে ২৯২ রানের টার্গেট ছুড়ে যুক্তরাষ্ট্রকে অলআউট করে ১৭০ রানে। তার পথ ধরে ১২১ রানের বিশাল জয়ে যুব বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিল বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বি নেন ৪ উইকেট। তার আগে আরিফুল ইসলাম করেন শতরান।
যদিও বাংলাদেশি বোলারদের বেশ ভুগিয়েছে যুক্তরাষ্ট্র। ১১ রানে প্রথম উইকেট পড়লেও পরের উইকেটের জন্য অপেক্ষা করতে হয় ২৩.৩ ওভার অব্দি। ৮৬ রানে এসে পরের উইকেট হারায় তারা। ওপেনার প্রণব চেট্টিপালায়ম চিন্তায় ফেলে দেন। তবে তিনি দলীয় ৯১ রানে তিনি ৫৭ রানে ফেরার পর ব্যাটিংয়ে ধ্বস নামে যুক্তরাষ্ট্রের। মাঝে উৎকর্ষ শ্রীবাস্তবর ৩৭ রান করেন। ৪৭.১ ওভারে যুক্তরাষ্ট্র গুটিয়ে যায় ১৭০ রান করে। বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির তুলেন ৪ উইকেট।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ও আশিকুর রহমান শিবলি দেখে খেলতে থাকেন। ২৮ বলে ১৩ রান করে সিদ্দিক ফেরার পর শিবলি ফেরেন ৪৫ বলে ২৭ রানে। রিজওয়ান ৪০ বলে ৩৫ রান করে আউট হন। ৯৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
চতুর্থ উইকেটে আরিফুল ও আহরার পথ দেখান। তাদের জুটিতে স্কোরবোর্ডে জমা হয় ১২২ রান। ফিফটির কাছে গিয়ে ৪৯ বলে ৪৪ রান করে আহরার ফিরলে শিহাব জেমসকে নিয়ে সেঞ্চুরি তুলে নেন আরিফুল। ১০৩ বলে ৯ চারে ১০৩ রান করে সাজঘরে ফেরার আগে দলকে রেখে যান শক্ত অবস্থানে। সেই অবস্থানটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যান শেষের ব্যাটাররা। বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ২৯১ রানে।
এই জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে পা রাখল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ১৯১/৭ (আশিকুর ২৭, আদিল ১৩, রিজওয়ান ৩৫, আরিফুল ১০৩, আহরার ৪৪, শিহাব ৩১, মাহফুজুর ২, জীবন ১৩*, রাফি ৭*; গার্গ ৩/৬৮, সুব্রামনিয়াম ১/৫০, নাদকার্নি ২/৬১, বালালা ০/৪১, প্যাটেল ১/৪০, শ্রীবাস্তব ০/২৮)।
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব–১৯: ৪৭.১ ওভারে ১৭০/১০ (প্রণব ৫৭, মেহতা ৫, কাপ্পা ১৮, রমেশ ৮, শ্রীবাস্তব ৩৭, এরেপল্লি ১৪, প্যাটেল ০, বালালা ১২, নাদকার্নি ০, সুব্রামনিয়াম ০, গার্গ ০*; ইমন ১/১০, মারুফ ০/২২, জীবন ১/২৬, রিজওয়ান ০/১৮, রাফি ১/৪২, আরিফুল ১/১৫, মাহফুজুর ৪/৩১)।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল ১২১ রানে জয়ী।
ম্যাচসেরা : আরিফুল ইসলাম।