সবার আগে অলিম্পিকে ব্রাজিল

ডেস্ক রিপোর্ট
  ৩০ জানুয়ারি ২০২৪, ১৩:০৬

২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে রীতিমতো উড়ছে ব্রাজিল। টানা তিন জয়ে ল্যাটিন আমেরিকান অঞ্চলের প্রথম দল হিসেবে আসন্ন অলিম্পিকের মূল পর্বে জায়গা করে নিয়েছে হলুদ জার্সিধারীরা।
বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে পরাজিত করেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্বের মিশন শুরু করে সাবেক চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।
গ্রুপ পর্বে এখনও এক ম্যাচ বাকি আছে ব্রাজিলের। তিন ম্যাচে জায়ান্টদের সংগ্রহ নয় পয়েন্ট। দুই গ্রুপে থাকা মোট ১০ দলের মধ্যে সবার ধরাছোঁয়ার বাইরে আছে র‌্যামন মেনেজেসের শিষ্যরা।
বাছাইপর্বের ‘এ’ গ্রুপে চার ম্যাচ শেষে ইকুয়েডরের সংগ্রহ সাত পয়েন্ট। তাদের আর কোনো ম্যাচ বাকি নেই। অন্যদিকে তিন ম্যাচে ভেনেজুয়েলার নামের পাশে শোভা পাচ্ছে পাঁচ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে আট। তাই শেষ ম্যাচে হারলেও কোনো সমস্যায় পড়তে হচ্ছে না নয় পয়েন্ট পাওয়া ব্রাজিলের। অর্থ্যাৎ অলিম্পিকের মূল পর্বে খেলতে আর কোনো বাধা থাকল না দলটির জন্য।
ব্রাজিল অলিম্পিকের মূল পর্বে জায়গা করে নিলেও অপেক্ষায় আছে আর্জেন্টিনা। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দুই নম্বরে অবস্থান করছে লা আলবিসেলেস্তেরা। শীর্ষে আছে প্যারাগুয়ে। এক ম্যাচ বেশি খেলা দলটির সংগ্রহ সাত পয়েন্ট।
তিন নম্বরে আছে পেরু। তিন ম্যাচে সমান পয়েন্ট তুলতে সক্ষম হয়েছে তারা। এক ম্যাচ কম খেলা চিলির সংগ্রহ সমান তিন পয়েন্ট। চার নম্বরে আছে দলটি।
ল্যাটিন আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের ‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে মোট দুটি দল প্যারিস অলিম্পিকের মূল পর্বে জায়গা করে নেবে। ইতোমধ্যে একটি জায়গা দখল করে নিয়েছে ব্রাজিল।