২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৯

প্রথমবারের মতো ২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি দেশে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফুটবলের বৈশ্বিক এই টুর্নামেন্ট। সেই সঙ্গে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। আবার প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে। এবারের আসরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সোমবার (৫ ফেব্রুয়ারি) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ফিফা টিভি সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপের বিভিন্ন পর্বের ম্যাচের সূচি ও ভেন্যু ঘোষণা করেছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে  ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হবে ১১ জুন, চলবে ২৭ জুন পর্যন্ত। এরপর ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে শেষ ৩২ দলের লড়াই। রাউন্ড অব সিক্সটিনের খেলা ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত। 
৯ থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো। ১৪ ও ১৫ জুলাই হবে দুটি সেমিফাইনাল। ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ শেষে ১৯ জুলাই হবে ফাইনাল।